বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মরণব্যাধি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে, তাই কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ, ঠিক তখনই কর্মহীন দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল আঞ্চলিক শাখা। আজ (রবিবার ১৭ মে) দুপুর ৪টার দিকে বিএম কলেজ প্রশাসনীক ভবনের সামনে কর্মহীন হয়ে পরা রিকশা চালকদের মাঝে সূকনো খাবার বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক শাখা বরিশাল।
এ সময় উপস্থিত ছিলেন গভর্নর জনাব মাহমুদুল হক খান মামুন।
ডেপুটি গভর্নর কাজী আল মামুন।
ডেপুটি গভর্নর আবু মাসুম ফয়সাল।
কাজী আফরোজা সভাপতি মহানগর মহিলা কমিটি ও সাধারণ সম্পাদকঃ আইভি, সাধারণ সম্পাদক মহানগর মো: জাহাঙ্গীর হাওলাদার মিন্টু।
সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাসার সদর উপজেলা
বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি, জে এইচ সুমন।
সাধারণ সম্পাদক আঞ্চলিক মো: শামীম তালুকদার।
সহ সভাপতি মফিজুর রহমান মিলন জেলা শাখা।
সহ সভাপতি চকলেট ও মো:কাওসার আলী আঞ্চলিক ।
সহ-সম্পাদকঃ মোঃ আম্মার হোসেন বরিশাল আঞ্চলিক শাখা
সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম আঞ্চলিক।
সহ সভাপতি মো: আল আমিন ,আঞ্চলিক,
মেহেদী হাসান যূগ্ন সাংগঠনিক সম্পাদক আঞ্চলিক প্রমুখ।
Design and Developed By Sarjan Faraby