বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এইচ এম বাবলুর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার কালাইয়া বাজার রোড এলাকায় ঘটে এ ঘটনা।
এ ঘটনায় সাংবাদিক এইচ এম বাবলুর হাত ভেঙে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এইচ এম বাবলু দৈনিক খবর পত্র পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আহত সাংবাদিক এইচ এম বাবলু বলেন, ‘গত সোমবার দুপুরের দিকে দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড় গ্রামে আমার পৈত্রিক জমির সীমানা পিলার তুলে ফেলে দেন একই গ্রামের বাসিন্দা সৈয়দ শহিদুল ইসলাম। মঙ্গলবার রাত ৭টার দিকে কালাইয়া বন্দরে শহিদুল ইসলামের সঙ্গে দেখা হলে এ বিষয়ে জানতে চাই। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম আমার ওপর হামলা করেন। ’
হামলায় শহিদুল একাই ছিলেন না, এ সময়ে আরো ৩ থেকে ৪ জন ওই হামলায় অংশগ্রহন করেন বলে জানান ভুক্তোভোগী সাংবাদিক।
এদিকে সাংবাদিকের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাউফল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ হাসপাতালে গিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
Design and Developed By Sarjan Faraby