শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাদ্যে মূল্য তালিকা না থাকায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার দুটি ফার্মেসি, একটি কীটনাশকের দোকান, দুটি মুদি দোকনসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন বাবুগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. জাকির হোসেন এবং ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
Design and Developed By Sarjan Faraby