মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ নভেম্বর) রবিবার সকাল সাড়ে ৮ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার)।
প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Design and Developed By Sarjan Faraby