মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
বিষখালী নদীতে ভাসমান জোছনা আড্ডা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ররগুনার বেতাগীতে বিষখালী নদীতে প্রথমবারেরমত ভাসমান জোছনা আড্ডার আয়োজন করা হয। বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র আয়োজনে এ আড্ডায় জোছনার গান-কবিতা, চন্দ্র পর্যবেক্ষণ ও বিশেষ গীতি আলেখ্যে পরিবেশন করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ৭টায় বেতাগী ফেরিঘাট থেকে ছাঁদ খোলা নৌযানে জোছনা আড্ডার যাত্রা শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত চলে এ আড্ডা। বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. শামীম সিকদার নেতৃত্বে এ আড্ডায় আরও উপস্থিত ছিলেন বেতাগী সুজনের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সহ সভাপতি মো. হারুন অর রশিদ, দৈনিক কান্ট্রি টুডে’র প্রতিনিধি আরিফ সুজন ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. সুজন এবং বেতাগী এনসিটিএফ’র সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মো. ইমরান হোসেন, মো. সুমন মিয়া, মো. আজমীর সিকদার. মো. সাগর মিয়া, মো. রাসেল মিয়া, মো. নাইম, মো. মাহমুদ হাসান অমিক, জারীফ আহসান চৌধুরী, তাহমীদ আফসান যীয়ান ও তাসফিয়াা জাহান সামিরা। পরে নৈশ ভোজের আয়োজন করা হয়।
Design and Developed By Sarjan Faraby