বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন
শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন রোদেলা জান্নাত। বছর খানেক আগে তার বিয়ের গুঞ্জন উঠেছিলো শোবিজে।
তবে এবার আর গুঞ্জন নয়, সত্যিই বিয়ে করেছেন এই নায়িকা। বর শোবিজের পরিচিত মুখ মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করেন সুজন।
জানা যায়, গতকালই দুই পরিবারের সম্মতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন রোদেলা। এর আগে একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। এছাড়া ক্ল্যাসিকাল নাচেও পারদর্শী নতুন এই নায়িকা।
অন্যদিকে মডেলিংয়ের পাশাপাশি সুজন শিরিন এন্টারপ্রাইজে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
Design and Developed By Sarjan Faraby