মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
তামিল ছবির ‘ঈশ্বর’ বলা হয় রজনীকান্তকে। চলতি বছরের প্রথমেই মুক্তি পায় তার অভিনীত ‘দরবার’ সিনেমা। মুক্তির পর ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তাই ছবিটির ক্ষতিপূরণের টাকা ফেরত দিচ্ছেন রজনীকান্ত।
রজনীকান্তের সিনেমা মানেই দক্ষিণ ভারতের উৎসব। তার সিনেমা মুক্তি পেলেই দর্শক হলে ছুটে যান। এ আর মুরগাদোস পরিচালিত ২০০ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে ২০০ কোটিই উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছে বক্স অফিস। ফলে ডিস্ট্রিবিউটরা ব্যবসায়িকভাবে লসে পড়েছেন। ডিস্ট্রিবিউটরা রজনীকান্তকে চিঠি লিখেছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। কারণ রজনীর মুখের উপর ভরসা করেই কোটি কোটি টাকা ঢালেন তারা। তাদের দাবি মেনেও নিয়েছেন রজনীকান্ত।
রজনীকান্ত তাদের টাকা ফেরত দেবেন বলেও ঠিক করেছেন। দরবার ছবিটি প্রথমদিকে ভালোই চলেছে। প্রথম দিনে শুধু তামিলনাড়ুতেই ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
Design and Developed By Sarjan Faraby