মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
অনেকদিন ধরেই পর্দায় নেই শোবিজের জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন। নেই কোন আলোচনাতেও। নতুন কোন কাজে দেখা না মিললেও মাঝেমাঝে দেখা মিলে বিভিন্ন অনুষ্ঠানে। তবে জানা যায়, গত এক বছর ধরে একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিরতি কাটিয়ে নিজেকে নতুনভাবে মেলে ধরতেই এখন অনেকটা আড়ালে রয়েছেন তিনি। এরইমধ্যে প্রজেক্টটির শুটিংও শেষ করেছেন।
এবার তিনি কথা বলবেন ভক্তদের সাথে। ভক্তরা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন তার সঙ্গে! বাঁধনের সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার এই সুযোগটি করে দিচ্ছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে দর্শকদের সঙ্গে গল্প করার দারুণ একটা সুযোগ পেয়েছি। আগামী ১৪ মার্চ ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে। থাকবো শুধু আপনাদের ফোনের অপেক্ষায়।’
স্টার জোন প্রোগ্রামটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তামজিদ উল আলম অতুল এবং পর্ব পরিচালনা করছেন মো. মেহেদী হাসান সোহাগ। এর আগেও দেশের অনেক জনপ্রিয় তারকা হাজির হয়েছেন এ আয়োজনে। এবার সেই আয়োজনে প্রথমবার যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
Design and Developed By Sarjan Faraby