মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত জিয়া প্রজন্মদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন, মামুনুর রহমান জয় মামুন খান মঠবাড়িয়ায় ৮ হাজার জাল টাকাসহ আটক ১ বরিশালে ট্রাকচাপায় নারী নিহত, ট্রাকসহ চালক আটক বাবুগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিতর্কিতদের দ্বারা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে ত্যাগীরা বঞ্চিত; তৃণমূল কর্মীদের ক্ষোভ ভোলায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১ আগৈলঝাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর মৃত্যু
ভোটার প্রতি খরচ করা যাবে দেড় টাকা

ভোটার প্রতি খরচ করা যাবে দেড় টাকা

আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে একজন মেয়র প্রার্থী প্রত্যেক ভোটারের জন্য খরচ করতে পারবেন ১ টাকা ৫৮ পয়সার মতো। আর কাউন্সিলর প্রার্থীরা গড়ে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত।

তথ্য মতে, সিটি নির্বাচনে একজন মেয়র প্রার্থী সর্বোচ্চ খরচ করতে পারবেন ৩১ লাখ ৫০ হাজার টাকা। আর কাউন্সিলর প্রার্থীরা ভোটার অনুপাতে ১ লাখ ১০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। এ হিসাবে চট্টগ্রাম সিটির যে ২০ লাখ ২৯৭৮ ভোটার রয়েছে, তাদের প্রত্যেকের অনুপাতে একেকজন মেয়র খরচ করতে পারবেন ১ টাকা ৫৮ পয়সা। আর কাউন্সিলররা সর্বোচ্চ ভোটারের ৩৯ নম্বর ওয়ার্ডে ৫ টাকা এবং সর্বনিম্ন ভোটারের ৩১ নম্বর ওয়ার্ডে সর্বাধিক খরচ করতে পারবেন ৭ টাকা হারে।

আইনে সীমা টানা হলেও সচরাচর ভোটে খরচ হয় অঢেল টাকা। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে যে টাকা ওড়ে তাতে সাদার সাথে মিশে যায় কালো টাকাও। যদিও এসব অর্থের উৎস এবং যথেচ্ছ খরচের বিষয়টিতে থাকে না কোন নজরদারি।

চট্টগ্রামের সুজন সভাপতি প্রফেসর ড. সিকান্দার খান জানান, প্রার্থীরা বাড়তি অনেকে টাকাই খরচ করেন। তারা মনে করেন যে আমি যদি জিতে আসি তাহলে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এই টাকা আমি উঠিয়ে নিতে পারবো।

এদিকে সনাক-টিআইবি সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারা আলম বলছেন, নির্বাচন কমিশন যেটা ঠিক করে দেয় সেটা বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে একেবারেই যৌক্তিক না। প্রার্থীরা নির্বাচন পর্যন্ত যে খরচটা করে তা সীমাহীন।

তবে বিষয়টি ইসির এখতিয়ার বলেই জানালেন নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




আমাদের ভিজিটর

  • 208,301 জন ভিজিট করেছেন
© All rights reserved © 2019 ajkercrimetimes.com

Design and Developed By Sarjan Faraby