শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন
ভোলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেলিম (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিনজন।
রোববার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় ভোলা-ভেলুমিয়া সড়কের বান্দের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেদুরিয়া ইউনিয়নের চরগাজি গ্রামের বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, একটি অটোরিকশা বিকেলে ভেলুমিয়া থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। এসময় আহত হন অটোরিকশার তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
Design and Developed By Sarjan Faraby