মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
ঘরে বসে কিভাবে তৈরি করবে না মসূরী ডালের ভর্তা যেনে নিন।
উপকরণ :
(১) মসুরী ডাল ১ কাপ
(২) পানি ৩ থেকে সাড়ে ৩ কাপ
(৩) রসুন কুঁচি আধা চামচ
(৪) পেঁয়াজ কুচি ১ চা চামচ
(৫) লবণ আধা চা চামচ
(৬) কাঁচামরিচ ফালি ২টি
(৭) তেল ১ চা চামচ
প্রণালী : সব উপকরণ দিয়ে ডাল সিদ্ধ করতে হবে। ঘন থকথকে হলে নামাতে হবে। এবার সব একসাথে মিক্সড করে ভাল করে মেখে নিন এবার পরিবেশন করুন।
Design and Developed By Sarjan Faraby