মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে ৯৮ জনের মৃত্যুর ঘটনায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার হুবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
নতুন করে মারা যাওয়া ৯৮ জনের ৯৩ জনই হুবেই প্রদেশের এবং ৫ জন অন্যান্য প্রদেশের।
এদিকে আরও ১ হাজার ৮৮৬ জন নতুন করে সংক্রমিত হয়েছে। ফলে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬।
মঙ্গলবার বেইজিং ভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম সংস্থা কাইক্সিন জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি চীনা স্বাস্থ্যকর্মী করোনভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। যা সরকারি রিপোর্টের চাইতে দ্বিগুণ।
সংবাদমাধ্যমটি আরও জানায়, আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেক গুরুতর অবস্থায় মারা যায়।
Design and Developed By Sarjan Faraby