মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ::: নারায়ণগঞ্জের বন্দরে গলা কেটে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম সজীব (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আয়েশা বেগম (৪৫)। তিনি মুছাপুর ইউনিয়নের জহপুর এলাকার মৃত রফিকুল ইসলামের রফিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে আয়েশা বেগম ঘুমিয়ে পড়েন। কোনো এক সময় মানসিক ভারসাম্যহীন মাজহারুল ইসলাম সজীব গলা কেটে হত্যার করে পালিয়ে যান। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে সজিব পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Design and Developed By Sarjan Faraby