মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জে মাদক মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন। ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন- সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার।
এরমধ্যে মো. রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেফতার করে। পরে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন (মামলা নং-১১, তারিখ-১০.০৭.২০১১ইং)।
এর মধ্যে আসামি জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, রবিউল আলম ও এনামুল হক মামলাটি পরিচালনা করেন।
Design and Developed By Sarjan Faraby