মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত জিয়া প্রজন্মদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন, মামুনুর রহমান জয় মামুন খান মঠবাড়িয়ায় ৮ হাজার জাল টাকাসহ আটক ১ বরিশালে ট্রাকচাপায় নারী নিহত, ট্রাকসহ চালক আটক বাবুগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিতর্কিতদের দ্বারা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে ত্যাগীরা বঞ্চিত; তৃণমূল কর্মীদের ক্ষোভ ভোলায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১ আগৈলঝাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর মৃত্যু
মাদক মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

মাদক মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে মাদক মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন। ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন- সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার।

এরমধ্যে মো. রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেফতার করে। পরে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন (মামলা নং-১১, তারিখ-১০.০৭.২০১১ইং)।

এর মধ্যে আসামি জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, রবিউল আলম ও এনামুল হক মামলাটি পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




আমাদের ভিজিটর

  • 208,301 জন ভিজিট করেছেন
© All rights reserved © 2019 ajkercrimetimes.com

Design and Developed By Sarjan Faraby