বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন
মালয়েশিয়ায় ১টি আবাসন প্রকল্পে নির্মাণ কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। নিহতরা হলেন মোঃ শরিফুল (৪৩) জুলহাস রহমান (২৭)
গতকাল (বৃহস্পতি বার ৫ মার্চ) দেশ টির তামেরলোহ জেলার মেনতাকাবে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে তামেরলোহ জেলার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইউসরি ওসমান জানান, গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ৩ জন শ্রমিক পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য ৬ মিটার গভীর খাদে কাজ করছিলেন। এ সময় দুটি এক্সকাভেটর মাটি তুলে খাদের কিনারায় জমা করছিল। হঠাৎ মাটির বিশাল স্তূপ খাদের মধ্যে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ২জনকে উদ্ধার করা যায় অপর দু’জনকে জীবিত উদ্ধার করা যায়নি। পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে।
Design and Developed By Sarjan Faraby