মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন মধ্য দিয়ে পালিত হয়ছে। ২১শের রাত ১২ঃ১ মিনিটে মুলাদী সরকারী কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারী ভবনসমূহে অর্ধনমিত অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ঃ৩০ মিনিট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণক করে শহিদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা ও বাদ জোহর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
রভাত ফেরী শেষে শহিদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাশ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সালেহ উদ্দিন হাওলাদার, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সরকারী মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা ও রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাড়ী প্রমুখ।
Design and Developed By Sarjan Faraby