শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১১ অপরাহ্ন
কোরআনে ইরশাদ হয়েছে, ‘এটা এ জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন। ’ [ সুরা মুহাম্মদ, আয়াত : ৯ ]
মুমিনের অসতর্কতার কারণে অনেক সময় তার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। অথচ সে এসব কাজের বিনিময়ে সাওয়াব প্রত্যাশা করে।
যেসব কাজে বান্দার নেক আমল নষ্ট হয় তার কয়েকটি উল্লেখ করা হলো।
১. আল্লাহর সঙ্গে শিরক করা : আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে ঈমান ও আমল নষ্ট হয়ে যায়।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি হয়েছে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত। ’ (সুরা ঝুমার, আয়াত : ৬৫)
২. পরকাল অস্বীকার করা : পরকাল অস্বীকার করলে ব্যক্তির আমল নষ্ট হয়ে যায়।
আল্লাহ বলেন, ‘যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কাজ নিষ্ফল হয়। তারা যা করে সে অনুযায়ীই তাদের প্রতিফল দেওয়া হবে। ’ (সুরা আরাফ, আয়াত : ১৪৭)
৩. দ্বিন অপছন্দ করা : মহান আল্লাহ এ সম্পর্কে বলেন, ‘এটা এ জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন।
Design and Developed By Sarjan Faraby