বুধবার, ২৯ Jun ২০২২, ০৬:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বাড্ডায় অগ্নিকাণ্ড, দোকান ছাই
রাজধানীর মধ্যবাড্ডার ইউলুপের পূর্বপাশে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, আনুমিক রাত ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে পুড়ে যায় প্রায় ২৫টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধ দোকানে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। জ্বালানি তেল ও মটর পার্টসের দোকান থাকায় আগুন অনেক সময় জ্বলে বলে জানায় তারা। এছাড়াও আসবাবপত্র, চা দোকানসহ নানা ধরনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
Design and Developed By Sarjan Faraby