মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
ভোলার লালমোহনে শাহনাজ নামের এক গৃহবধূকে পূর্বশত্রুতার জের ধরে হা-পা বেঁধে নির্মম নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরকালাচাঁদ এলাকার আকামীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, একই বাড়ির কামাল, জামাল, নোমান ও সালাউদ্দিনদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছে।
কামাল গংরা দীর্ঘদিন ধরে শাহনাজদের বসত বাড়িতে কাঁটা তারের বেড়া দিয়ে রেখেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার শাহনাজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল, জামাল, নোমান ও সালাউদ্দিন মিলে ওই গৃহবধূকে হাত-পা বেঁধে মারধার ও শ্লীলতাহানী করে। এসময় শাহনাজের ঘরে লুটপাট করে ৩০ হাজার টাকা দামের স্বর্ণালংকার ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায় কামাল গংরা।
পরে শাহনাজের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে জানিয়েছেন গৃহবধূ শাহনাজ।
Design and Developed By Sarjan Faraby