বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন
মহামারিরূপ নেয়া করোনাভাইরাসের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠান বন্ধে শিক্ষার্থীর পড়ালেখা যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সংসদ টিভিতে চলবে ক্লাস।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।
সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় সেরা শিক্ষকদের রেকর্ডিং করা লেকচার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে। ছুটি দীর্ঘ হলে এর পরিসর বাড়তে পারে বলেও ধারণা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
Design and Developed By Sarjan Faraby