মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
জামালপুর সদরের রশিদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। থানায় নেয়ার পর ধর্ষণের কথা স্বীকার করেছেন ওই বৃদ্ধ।
আটক নিজাম উদ্দিন ওই গ্রামের ভাটিপাড়ার মুদি দোকানি। আজ (বৃহস্পতিবার) দুপুরে নান্দিনা বাজার থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন , গোপন সংবাদের ভিত্তিতে নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। থানায় গিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
৮মার্চ বিকেলে নিজাম উদ্দিনের দোকানে যায় ওই শিশু। ওই সময় তাকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে দোকানের পাশে নিয়ে ধর্ষণ করেন নিজাম উদ্দিন। ১০ মার্চ রাতে এ ঘটনা জানাজানি হলে ওই শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ডা. সানজিদা ইসলাম বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
Design and Developed By Sarjan Faraby