মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওনের পিঠের চামড়া তুলে নিচ্ছেন কেউ একজন! পিঠ রক্তাক্ত আর কাতর হয়ে তাকিয়ে আছেন সানি। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি নিজেই।
এমন ছবি আপলোড দেয়ার কারণ জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা যায়, জীবজন্তুদের অধিকার নিয়ে সোচ্চার এমন একটি সংস্থার হয়ে কাজ করছেন সানি। সংস্থার নাম ‘পেটা ইন্ডিয়া’। সংস্থার সদস্যরা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা আমিষ খাওয়ার ঘোর বিরোধী। বার বার সকলকে আমিষ ছাড়ার অনুরোধ করেন তারা। পৃথিবীর বিরলতম জীব থেকে শুরু করে রাস্তার কুকুর নিয়েই পেটা তাদের কাজ করে।
ছবিতে এও উল্লেখ আছে, আমরা যেসব চামড়ার ব্যাগ কিংবা জুতা ব্যবহার করি সেগুলো কারো না কারো ত্বক দিয়ে তৈরি। তবে সানি লিওন যে পেটা ইন্ডিয়ার পক্ষে সে কথা জানিয়েছেন তিনি।
Design and Developed By Sarjan Faraby