মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
বাজারে পাওয়া যায় নানা ধরনের এনার্জি ড্রিংক। এসব এনার্জি ড্রিংক নাকি মানুষের দেহের ক্লান্তি দূর করে থাকে। তবে আমাদের সুপরিচিত সবজি টমেটো ও হতে পারে এই এনার্জি ড্রিংকের পরিপূরক। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন,যে টমেটোতে আছে এমন কিছু রাসায়নিক পদার্থ, যেগুলো মানব দেহের পেশির শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং শারিরীক পরিশ্রমের পর রক্তের স্তরকে স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়। সেদিক থেকে টমেটো জুস হতে পারে মানুষের জন্য আদর্শ এনার্জি ড্রিংক।
সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে,যে টমেটোর জুস মানুষের দেহের ক্ষতিকর এনজাইম ও প্রোটিনসমূহের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে মানব দেহের শারিরীক সক্ষমতা বৃদ্ধি পায়।
Design and Developed By Sarjan Faraby