বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত জিয়া প্রজন্মদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন, মামুনুর রহমান জয় মামুন খান মঠবাড়িয়ায় ৮ হাজার জাল টাকাসহ আটক ১ বরিশালে ট্রাকচাপায় নারী নিহত, ট্রাকসহ চালক আটক বাবুগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিতর্কিতদের দ্বারা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে ত্যাগীরা বঞ্চিত; তৃণমূল কর্মীদের ক্ষোভ ভোলায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১ আগৈলঝাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর মৃত্যু
সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা ২৯ ফেব্রুয়ারি

সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা ২৯ ফেব্রুয়ারি

গেল বছরের শেষের দিকে অর্থাৎ ৬ ডিসেম্বর বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। তাদের বিয়ে নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হলেও দাম্পত্য জীবন বেশ ভালোই যাচ্ছে তাদের।

ঘরোয়া আয়োজনে সাদামাটা ভাবে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়ে হলেও কোন আনুষ্ঠানিকতা এখনও হয়নি। বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল‌্যান্ড। দুই পরিবারের আসা যাওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়নি।

অবশেষে জানা গেল, আগামী ২৯ ফেব্রুয়ারি সন্ধ‌্যায় সৃজিতের রাজকুটিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ নিয়ে বিশাল আয়োজন হতে যাচ্ছে সৃজিতের বাড়িতে। এরইমধ্যে নিমন্ত্রণপত্রও ছাপা হয়ে গেছে। সেই নিমন্ত্রণপত্রের শিরোনাম দেওয়া হয়েছে, বসন্ত এসে গেছে।

নিমন্ত্রণপত্রের শুরুতে লেখা- ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

নিমন্ত্রণপত্রে আরও লেখা, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। তার ব্যবস্থা হয়ে গেছে।’

সবশেষ লিখা হয়েছে, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- সৃজিত কমিশন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 ajkercrimetimes.com

Design and Developed By Sarjan Faraby