শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
স্কুলেই ছাত্রীদের গণধর্ষণ করেন “প্রিন্সিপাল-শিক্ষকরা” শিক্ষিকারা করেন ভিডিও!
স্কুলের ভেতর দিনের পর দিন ছাত্রীদের গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলয়ার জেলায়। ৯ শিক্ষক ও প্রিন্সিপালের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
খবরে বলা হয়, ইতোমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এক ভুক্তভোগীর বাবা পুলিশের দ্বারস্থ হতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এ তথ্য। অভিযোগকারীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই নাবালিকা স্কুল যেতে অনীহা প্রকাশ করছিল। তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত ছিলেন অভিভাবকরা। নাবালিকাকে জিজ্ঞাসা করা হয়, কেনো সে স্কুলে যেতে চায় না। সেই সময়ই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এ ঘটনা।
ভুক্তভোগী ওই নাবালিকা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে তাকে গণধর্ষণ করেছে স্কুলের শিক্ষকরা। তাতে শামিল ছিলেন প্রিন্সিপালও। অভিযোগ, স্কুলের নারী শিক্ষকরাও সহযোগিতা করতেন অভিযুক্তদের। ঘটনার ভিডিও করতেন তারা। শুধুমাত্র ওই নাবালিকা নয়, আরও একাধিক ছাত্রীকে ওই শিক্ষকদের লালসার শিকার হতে হয়েছে। তাদের মধ্যে রয়েছে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীরাও। কাউকে বিষয়টি জানানো হলে তাদের খুনের হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
এক ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছে, এক নারী শিক্ষিকাকে গোটা বিষয় সে জানিয়েছিল। কিন্তু সহযোগিতার পরিবর্তে সেও বিষয়টি কাউকে না জানানোর পরামর্শ দেন। পরবর্তীতে ওই শিক্ষিকার উপস্থিতিতে তার ওপর যৌন নির্যাতন করা হয়।
সূত্রঃ- সংবাদ প্রতিদিন।
Design and Developed By Sarjan Faraby