শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক : স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ থানায় মামলা।
খুলনার খানজাহান আলী এলাকায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস সমকালকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটেছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় চারজন ‘জোরপূর্বক’ তাদের তুলে নিয়ে গ্যারেজে যায়। পরে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ওসি প্রবীর জানান, মামলায় ওই এলাকার বাসিন্দা কামরুল, জীবন, সুমন ও আলাকে আসামি করা হয়েছে। তবে তারা কেউ এখনও ধরা পড়েনি। তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।
Design and Developed By Sarjan Faraby