মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
আপনার স্মার্টফোনের মাধ্যমে ও ছড়াতে পারে মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস। ফোনের স্ক্রিন থেকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে এক প্রতিবেদনে, জার্নাল অব হস্পিতাল ইনফেকশন জানিয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ২২ টি গবেষণায় দেখা গেছে প্রাণঘাতী করোনাভাইরাস ধাতব, গ্লাস এবং প্লাস্টিক জাতীয় বস্তুতে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ থেকে ১ জন সুস্থ ব্যক্তির করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।
এজন্য দিনে ২ বার অ্যালকোহল মিশ্রিত টিস্যু দিয়ে ব্যবহারের প্রয়োজনীয় জিনিস এবং ফোনের স্ক্রিন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও গুগল জানিয়েছেন, যে ফোনের স্ক্রিন জীবাণু মুক্ত করতে মাইক্রোফাইবার ক্লথ বা সোপি ওয়াটার ব্যবহার করা উচিত।
তাই স্মার্টফোন বা ল্যাপটপকে করোনাভাইরাস সংক্রমণ থেকে ঠেকাতে ১০টি কাজ করতে হবে । চলুন সেগুলো জেনে নেয়া যাক।
১। প্যান্টের যে পকেটে টিস্যু বা রুমাল রাখা হয়, সেখানে মোবাইল- ফোন রাখা থেকে বিরত থাকতে হবে।
২। ফোনে কথা বলার সময় ইয়ারফোন ব্যবহার করা যেতে পারে। এতে ফোন আপনার মুখের সংস্পর্শে আসবে না।
৩। পাবলিক প্লেস কিংবা অফিসের কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকুন। তবে ব্যবহার করলে জীবাণু মুক্ত গ্লাভস পরে নিতে হবে।
৪। যদি আপনার ফোনটি ‘আইপি৬৮’ অনুমোদিত পানি নিরোধক হয় তাহলে প্রতিদিন সাবান-পানি ২বার পরিষ্কার করা যেতে পারে।
৫। পরিষ্কারের আগে অবশ্যই আপনার গ্যাজেটটি বন্ধ করে নিন এবং বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করে
৬। ইয়ারফোন ব্যবহারের পূর্বে অবশ্যই জীবাণু মুক্ত করে নিতে হবে।
৭। ডিভাইস পরিষ্কারের জন্য সব ধরনের তরল জাতীয় পদার্থ ব্যবহার থেকে বিরত থাকুন।
৮। ফোন অথবা ল্যাপটপ পরিষ্কারের পরে স্যাভলন অথবা সাবান দিয়ে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে।
৯। দিনে ১ বার হলেও গ্যাজেট পরিষ্কারের অভ্যাস গড়ে তুলুন।
১০। অন্যের গ্যাজেট স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং নিজের ডিভাইস অন্যদের দেয়া থেকে ও বিরত থাকতে পারেন।
Design and Developed By Sarjan Faraby