মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে আমাদের যা করতে হবে।
১। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ডাক্তারের পরামর্শে ঘুমের ঔষধ সেবন করা।
২। ওজন কমানোর চেষ্টা।
৩। লবণ কম খাওয়া।
৪। মদ্যপান বা নেশাদ্রব্য গ্রহন না করা।
৫। প্রতিদিন কমপক্ষে ৩০মিনিট জোরে জোরে হাঁটা।
৬। চর্বি জাতীয় খাবার কম খাওয়া।
৭। প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খাওয়া।
৮। মাছ বেশি খাওয়া।
৯। ধূমপান পরিত্যাগ করা।
১০। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।
১১। ঘন ঘন রক্ত চাপ পরিমাপ না করা।
১২। হাসিখুশি ও প্রফুল্ল থাকা।
১৩। মানসিক অবসাদগ্রস্থতা দূর করা।
১৪। উচ্চমাত্রার ঔষধ গ্রহন করে হঠাৎ রক্তচাপ অতিরিক্ত কমিয়ে না ফেলা।
১৫। নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া।
Design and Developed By Sarjan Faraby