মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
করোনাভাইরাস নিয়ে ভক্তদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে গিয়ে উল্টো ট্রোলের শিকার হলেন টলিউড অভিনেত্রী ও বশির হাটের সংসদ সদস্য নুসরাত জাহান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ’ –এ অংশ নিয়ে তিনি হাত ধোয়ার ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তিনি ট্রোল হতে থাকেন।
বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এ অভিনেত্রী। ভিডিওতে দেখা গেছে, কীভাবে করোনা আতংকের সময় সাবান হাতে মেখে পরিষ্কার করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এ অভিনেত্রী। কিন্তু হাতে সাবান লাগানোর সময় বেসিনের কল বন্ধ না করায় তার উপর অসন্তোষ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একংশ।
কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কয়েকজনের মন্তব্য প্রকাশ করে। এতে একজন লেখেন, উনি কি ভুলে গিয়েছেন যে পানি বাঁচানোও দরকারি?
আর এক লেখেন, উনি যে বার্তা দিতে চেয়েছেন তা নিঃসন্দেহে ভালো। কিন্তু এভাবে পানি নষ্ট করে ভিডিও করে কী লাভ?
প্রতিবেদনে বলা হয়েছে, যদিও গোটা ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত জাহান। শুধু নুসরাতই নন। সচেতনতা বাড়াতে এই ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মাসহ বলি অভিনেত্রীরাও।
Design and Developed By Sarjan Faraby