মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
ভুয়া চিকিৎসকের খোঁজ করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে একটি ‘হাসপাতালের’ সন্ধান পাওয়া গেছে; যেখানে রোগীদের বাঁশের সঙ্গে বেঁধে অস্ত্রোপচার করা হয়!
ভারতের আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ডায়মন্ড হারবারের মন্দিরবাজার এলাকার একটি বাড়িতে ওই ‘হাসপাতালটি’ রয়েছে। লোহার গ্রিলের গায়ে একদিকে লেখা– ‘মাতৃ সেবাসদন’। অবশ্য এলাকার লোকজন বাড়িটিকে চেনেন ‘গোপাল ডাক্তারের হাসপাতাল’ নামে।
পুলিশ জানায়, ওই বাড়িতে গিয়েই গর্ভস্থ সন্তানকে হত্যা করিয়েছিল সারোগেসি মামলায় অভিযুক্ত গর্ভদাত্রী মা (সারোগেসি মাদার) কাশ্মীরা মোল্লা। আর ওই সারোগেসি-প্রতারণা মামলার তদন্তে ‘ডা. গোপাল মালিক’ নামে এক ভুয়া চিকিৎসকের খোঁজ করতে গিয়ে এমনই ‘হাসপাতালের’ হদিস পান তদন্তকারীরা।
সেখানে গিয়ে দেখা গেছে, ঘরের এক পাশে সবুজ রঙের একটি টেবিল। সেই টেবিলের পায়ার সঙ্গে দুটি বাঁশ দড়ি দিয়ে বাঁধা। টেবিলের ওপরে ছড়ানো স্যালাইনের বোতল, কিছু কাগজপত্র আর কয়েকটি চটের ব্যাগ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, অস্ত্রোপচার করাতে ওই বাঁশের সঙ্গেই দড়ি দিয়ে রোগীদের হাত বেঁধে দেয়া হতো।
Design and Developed By Sarjan Faraby