মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয়ভাবে মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু করে সংগঠনটি। শুক্রবার এগুলো বিতরণ কার্যক্রম শুরু করে।
প্রথম দফায় সংগঠনটির নেতাকর্মীরা প্রায় দশ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে। যার প্রতিটির পরিমাণ ১০০ মিলিগ্রাম। একই সঙ্গে সংগঠনটির প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ইউনিটও হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ করছে।
এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা গতকাল সন্ধ্যা থেকেই বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। প্রায় পাঁচ হাজার পিস তৈরি হয়েছে। যা নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে বিতরণ করেছে। কার্যক্রম চলমান রয়েছে। আরও হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য নেতাকর্মীরা কাজ করছেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা কয়েক ধাপে এই কার্যক্রম চালিয়ে যাবো। হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাঁচামাল সংগ্রহের চেষ্টা করছি। ইতিমধ্যে যে পরিমাণ সংগ্রহ করেছি তাতে কেন্দ্রীয়ভাবে দশ হাজার পিস তৈরির পাশাপাশি প্রতিটি জেলা ও বিভাগীয় ইউনিটগুলোতেও পাঠানো হয়েছে। সারাদেশেই নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণ করবে।
Design and Developed By Sarjan Faraby