বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ।
মহাসমাবেশ সফল করতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশ করবে যুবলীগ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংগঠনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় সংগঠনের যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতারা যোগ দেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া।
Design and Developed By Sarjan Faraby