বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত দেয় হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। এসময় ২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে কেউ যদি করোনা ভাইরাসের জন্য যেতে না পারে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন। সৌদি আরবের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চের মধ্যে হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।
এবার সরকারি খরচে আবাসন, খাবার ও বিমান আসনের মানভেদে প্যাকেজ-১ এ লাগবে ৪ লাখ ২৫ হাজার, প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার, প্যাকেজ-৩ এ লাগবে ৩ লাখ ১৫ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাগবে ৩ লাখ ৫৮ হাজার টাকা। সরকারি এবং বেসরকারি ব্যবস্থপনায় এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন।
Design and Developed By Sarjan Faraby