মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের।
বুধবার রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন সাজু মুনতাসির, ইরেশ যাকের, এস এ হক অলিকসহ আরও অনেকে।
ইরেশ যাকের বলেন, “আগামী ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
তিনি জানান, এই মুহূর্তে বেশ কিছু নাটকের ইউনিট ঢাকার বাইরে অবস্থান করায় ২১ মার্চ নাকি ২২ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে-তা বৃহ্স্পতিবার তাদের সঙ্গে আলাপ করে জানানো হবে।
এর আগে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
Design and Developed By Sarjan Faraby