
কাউখালী প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কাউখালীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন, কাউখালীতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস.এম খালেদুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাশেদ। মতবিনিময় সভায় কাউখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক এনামুল হক, রতন কুমার দাস, তারিকুল ইসলাম পান্নু, হাফেজ মাসুম বিল্লাহ, ওমর ফারুক , সাইফুল্লাহ মনির সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মুল এবং অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের লেখনি ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা করা হয়।


