
নিজস্ব প্রতিবেদক :: খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব, সান্টু।
দাফনের কাপড়ে কোনো পকেট নেই, সম্পদ সঙ্গে করে কবরে নেওয়া যায় না। তাই মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব এমন মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
শনিবার (২৪ জানুয়ারি) আসর নামাজের পর উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওটরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লার সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. দুলাল হোসেন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শত শত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পুরো মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, সততা ও দেশপ্রেমের কথা তুলে ধরে বলেন, এই আদর্শই আমাদের রাজনৈতিক পথচলার প্রেরণা। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কখনো আপস করেনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝেও গভীর অনুভূতির সঞ্চার করে।


