ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া আজীবন স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে লড়াই করেছেন : আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৭৭

নিজস্ব প্রতিবেদক :: বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আগামীতে দেশের জনগণ ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

 

রোববার(২৫ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বেলস পার্কে সাবেক প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’ ও ‘স্বাধীনতা ফোরাম-বরিশাল’ এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

 

উদ্বোধনী ভাষণে রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া আজীবন স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে লড়াই করেছেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই আপসহীন নেতৃত্বের কারণেই তিনি আজও কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন।

 

 

 

তিনি আরও বলেন, দেশের মানুষ ঐতিহাসিকভাবেই জাতীয়তাবাদী আদর্শের পক্ষে এবং আসন্ন নির্বাচনে ভোটাররা ধানের শীষকে বিজয়ী করে সেই ত্যাগের যথাযথ প্রতিদান দেবে। রাজনৈতিক প্রতিকূলতা ও জেল-জুলুম সহ্য করেও নীতির প্রশ্নে অটল থাকায় বেগম জিয়াকে ‘দেশনেত্রী’ হিসেবে জাতি হৃদয়ে ধারণ করেছে।

 

 

 

স্বাধীনতা ফোরাম-বরিশাল এর আহবায়ক আলহাজ্ব মো: নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্বা ও বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডাঃ আমিনুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান ও যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ন আহবায়ক মো: আসলাম গাজী, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসাস) এর মহানগরের সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।