নিজস্ব প্রতিবেদক :: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একাধিকবারের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গ্রেফতার।
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার একমাত্র ছোটভাইকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং তার সহদর উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টুকে আটক করা হয়। এসময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল (হাতবোমা) উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।