ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী প্রেসক্লাবের কমিটি গঠণ :  জহির সভাপতি-সম্পাদক এসএম. জুলফিকার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৪৭

মিজান :: গৌরনদী প্রেসক্লাবের কমিটি গঠণ :  জহির সভাপতি-সম্পাদক এসএম. জুলফিকার।

বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, এসএম জুলফিকার প্রমুখ।

 

সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি ২০২৬ সালের জন্য সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন।

 

কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সহ-সভাপতি এম আলম (দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক এসএম. জুলফিকার (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (দৈনিক রুপালী বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোহাম্মদ আালী বাবু (দৈনিক সংবাদ) ও প্রচার সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক কালবেলা)।