ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
১৪৩

নিজস্ব প্রতিবেদক :: মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত ব্যক্তিগত নোহা মাইক্রোবাস থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন—সেলিম রেজা (২৭), যিনি জেলা জামায়াত কর্মী; জেলা জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত সরঞ্জাম ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

উল্লেখ্য, গতকাল রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মেহেরপুর সফরে আসার প্রেক্ষাপটে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।

শেখ