নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ : মা হোক, বোন হোক, স্ত্রী হোক, কন্যা হোক
মো: আম্মার হোসেন আম্মান :: নারী—এই শব্দটি শুধু একটি লিঙ্গ পরিচয় নয়; এটি একটি ভালোবাসার আশ্রয়, একটি নিঃস্বার্থ সম্পর্কের নাম। পুরুষ যতই শক্তিশালী হোক, যত বড় স্বপ্নের ভার কাঁধে রাখুক, নারীর ভালোবাসা, স্নেহ ও সাহচর্য ছাড়া তার জীবন কোনোদিনও পূর্ণতা পায় না। সেটা মা হোক, স্ত্রী হোক কিংবা কন্যা—নারীই একজন পুরুষের জীবনের শেকড়, ছায়া আর আশ্রয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীর ছায়া একজন পুরুষ জন্মগ্রহণ করেন নারীর গর্ভে—একজন মা তাঁকে ধারণ করেন নয় মাস ধরে, বুকের দুধে বড় করে তোলেন। শৈশবে বোন হয় খেলার সাথী, কৈশোরে মা হয় শিক্ষার প্রেরণা। যৌবনে স্ত্রী হয় সঙ্গী, সুখ-দুঃখের অংশীদার। আর বৃদ্ধ বয়সে কন্যাই হয়...