নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৪ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন হাটবাজার,জেলেপল্লি ও জনবহুল এলাকাসমূহে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অপরদিকে মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার সকল ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে গণ সংযোগ করেন স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আশপাশে যত আওয়াজ শোনা যাচ্ছে এগুলো ফাকা আওয়াজ এসবে কান দেয়া যাবেনা। কোনো হুমকি আর রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে চলি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোঃ শাহাদাত হোসেন ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম আলআমিন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ ও এলাকার সাধারণ জনগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।