ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আত্মগোপনে গৌরনদীর সাবেক মেয়র হারিছের ক্যাডার আজাদ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৯৯
স্টাফ রিপোর্টার :: কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপন কর্মসূচী বাস্তাবায়নে অর্থায়নে বরিশালের একটি বাসায় আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে গৌরনদীর সাবেক মেয়র হারিছের ক্যাডার আবুল কালাম ওরফে আকন আজাদের বিরূদ্ধে। যদিও ভার্চুয়ালি তিনি নিজেকে সুজারল্যান্ডে থাকার প্রমাণ করার জন্য ফেসবুকে নানা পোস্ট দিয়ে বেড়াচ্ছেন। প্রশাসন ও গোয়ান্দে বিভাগের চোখ ফাঁকি দিতেই তিনি এমন কৌশল অবলম্বন করছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তার এসব কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন তার ২য় স্ত্রী শেখ রূপা খানম। আকন আজাদের সংগ্রহ করা বৈদশিক অর্থ আওয়ামী গোপন কর্মসূচী বাস্তবায়নের নির্দিষ্টজনদের কাছে পৌছে দেন তিনি।
এলাকাবাসী দাবি করেন, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমানের বিশ্বস্ত ক্যাডার ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ ওরফে আকন আজাদ। গৌরনদী পৌর নির্বাচনী কমিটির অন্যতম প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাছাড়া বৈদেশিক টাকার প্রভাব খাটিয়ে গৌরনদী এলাকায় একটি স্বসস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তোলেন আকন আজাদ। বিভিন্ন জায়গায় জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল তারা। আকন আজাদের এই বাহিনীকে সর্বাত্মক সমর্থন দিয়ে যেতেন মেয়র হারিছ। অপরদিকে হারিছের আশির্বাদপুষ্ট হওয়ায় আজাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারতো না। বরিশাল ব্যাপ্টিষ্ট মিশন গল্লিতে আপন বড় ভাই কবির আকনের বাড়িটি প্রকাশ্য দিবালোকে দখলে নেন আজাদ। তাছাড়া গৌরনদীর বেজগাতী এলাকায় সুইজ হাসপাতাল এবং বাটাজোড়ে আরেকটি ক্লিনিক গড়ে তোলেন। দুটো ক্লিনিকই তিনি চালাতেন হাতুরে ও কোয়াক ডাক্তার দিয়ে। কম বেতনে ভুয়া নার্স নিয়োগ দিয়ে তাদের দ্বারা খুলে বসেন এক কসাইখানা। সিজার ও অপারেশন করিয়ে গলাকাটা বিল ধরা হলেও কেউ প্রতিবাদ করার সাহস রাখতো না। তাছাড়া একাধিক রোগী ভুল চিকিৎসায় মারা গেলেও আওয়ামী লীগের এবং হারিছের প্রভাব খাটিয়ে তা চাপা দিয়ে দেন।
অবশেষে প্রণয়ডোরে জড়িয়ে নিজ হাসপাতালে কর্মরত নার্সকে বিয়ে করেন। ওদিকে সুইজারল্যান্ডে এক খৃষ্টান নারীকে বিয়ে করে সেখানেও পেতেছেন সংসার। উভয় সাংসারেই তার সন্তান রয়েছে। নিজে এখন কোন ধর্মের অনুসারী তা নির্দিষ্ট করে বলতে পারছেনা তার পরিবারও।
এদিকে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের আগে পুরো জুলাই জুড়ে ছাত্র জনতার আন্দোলন দমনে সুইজারল্যান্ড থেকে হারিছকে টাকা পাঠাতেন তিনি। ফেসবুকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকেন। সম্প্রতি সাবেক মেয়র হারিছ সহ বেশ কয়েকজন ক্যাডারের নামে দুটি মামলা হলেও অজ্ঞাত কারনে ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে আজাদ। এ কারনে আতঙ্কে রয়েছে এলাকার ভুক্তভোগীরা।
এলাকাবাসী দাবি করেন, অতি দ্রুত আকন আজাদের সকল অপকর্ম উল্লেখ করে মামলা দায়ের করে তাকে আইনের আওতায় আনা হোক।