ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আলোচিত মাদক দম্পতি মান্না সুমন ও স্ত্রী শিল্পী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
১০৭

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আলোচিত মাদক দম্পতি মান্না সুমন ও স্ত্রী শিল্পী আটক।

নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৫টা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় তাদের নিজ বাসা থেকে এই দম্পতিকে আটক করা হয়।

জানাযায়, নগরীতে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিন ধরে বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনী নগরীর মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মান্না সুমন দম্পতির বাসা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় কাউনিয়া থানার একটি অভিযানে শিল্পী বেগমকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছিল।

 

ওই অভিযানের সময় কৌশলে পালিয়ে যান তার স্বামী মান্না সুমন। তবে পরে ২৮ অক্টোবর গভীর রাতে নগরীর চড়কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কাছে মান্না সুমন ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।