ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চোরাই সোনা চক্রের সদস্য রেজোয়ান আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৩৯

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চোরাই সোনা চক্রের সদস্য রেজোয়ান আটক।

বরিশালে চোরাই সোনা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। আটক যুবকের নাম মো. রেজোয়ান (১৯)। তিনি বরিশাল নগরীর রিফুজি কলোনী এলাকার বাসিন্দা এবং কাজী নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মো. রেজোয়ান প্রায় ৯৬ হাজার টাকা মূল্যের চোরাই সোনা বিক্রির উদ্দেশ্যে নগরীর গীর্জামহল্লা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কিছু যুবক তাকে হাতেনাতে আটক করেন।

পরে তাকে গীর্জামহল্লা একে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয়দের দাবি, নগরীতে চোরাই সোনা বিক্রির একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে…