ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব নামে এক ব্যক্তি কুপিয়ে জখম, স্ত্রীকে পিটিয়ে আহত হাসপাতালে ভর্তি 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
২৬

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় তার স্ত্রীকেও মারধর করে আহত করা হয়। পরে দু’জনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্ত শামিম দা হাতে নিয়ে তাদের বাসার আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি জানতে চাওয়ায় শামিম, তার স্ত্রী, ছেলে-মেয়ে, বোনসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে শামিম দা দিয়ে কোপ মেরে বিপ্লবকে গুরুতর আহত করে।

এ ঘটনায় থেমে না থেকে অভিযুক্ত শামিমের ভাই ঢাকা থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে বলা হয়, “তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদের মেরে ফেলবো।”
অভিযোগে আরও বলা হয়, পরে শামিমের ভাবি ও বোন এসে থানাপুলিশ তাদের কথায় চলে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। এতে ভুক্তভোগী পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে ভুক্তভোগীর বোনের স্বামী ঘটনার বিষয়ে জানতে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলার সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ  থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কহিনুর মেডিকেল নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তদের পক্ষ থেকে পুনরায় হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগীরা দাবি করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।