বরিশালে ‘সাংবাদিক’ বেশি, সংবাদ কম! পরিচয়ে বাম্পার ফলন, পেশাদারিত্ব খুঁজে পাওয়া দায়
মো: আম্মার হোসেন আম্মান :: বরিশালে 'সাংবাদিক' বেশি, সংবাদ কম! পরিচয়ে বাম্পার ফলন, পেশাদারিত্ব খুঁজে পাওয়া দায় বর্তমান সময়ে সাংবাদিকতার জগতে এক অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে— বেরেছে পরিচয় ধাড়ি সাংবাদিক , কিন্তু সংবাদ লেখার সাংবাদিক প্রায় বিলুপ্তির পথে। চারদিকে যেন এক ‘বাম্পার ফলন’ চলছে তথাকথিত সাংবাদিকদের প্রভাব। হাতে মোবাইল, গলায় আইডি কার্ড—তাতেই সাংবাদিক! এদের জ্বালায় অতিষ্টিত বরিশালবাসী। এই তথাকথিত সাংবাদিকরা ছুটে চলেছে আবাসিক হোটেল, বেকারি, ইটভাটা এমনকি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। কোথাও যেন সাংবাদিকতার মূল কাজ, অর্থাৎ তথ্য অনুসন্ধান, যাচাই ও জনস্বার্থে উপস্থাপন—তা আর নেই। বরং অনেকেই অভিযোগ করছেন, অনেকেই এই পরিচয় ব্যবহার করে যাচ্ছেন চাঁদাবাজি, ভয়ভীতি, ব্ল্যাকমেইলিং এর মত কর্মকাণ্ড। বাইকের...