ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৮৭

নিজস্ব প্রতিবেদক  :: বরিশাল নগরীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল গাজীকে ধরতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খায়রুল গাজী ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযানের সময় তার প্রধান সহযোগী ও আপন ভাই মাইনুল গাজীকে আটক করা হয়। একই সঙ্গে একই এলাকার শামীম নামের আরেক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
আটক দুজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পরবর্তীতে রাতেই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল খায়রুল গাজী। মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সে বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের মালিক হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হতো। এমনকি নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এক সময় যারা অটোরিকশা চালিয়ে কোনোভাবে সংসার চালাত, এখন তারা রাজকীয় জীবনযাপন করছে। তাদের আয়ের প্রধান উৎস মাদক ব্যবসা বলেই এলাকাবাসীর ধারণা। অভিযোগ রয়েছে, খায়রুল গাজীর স্ত্রীও সরাসরি এই মাদক কারবারে সহযোগিতা করতেন।

এলাকাবাসীর দাবি, ২৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে হলে খায়রুল গাজীসহ পুরো মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।