ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শিশু থিয়েটারের নতুন নাটক ‘রাজপুত্রের অভিযান’ মঞ্চস্থ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৪১

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শব্দাবলী গ্রুফ থিয়েটার পরিচালিত বরিশাল শিশু থিয়েটারের নতুন নাটক ‘রাজপুত্রের অভিযান’। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে নাটকটির সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

রূপকথার গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন অনিমেশ সাহা লিটু এবং পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন আনোয়ার শামিম। নাটকটিতে প্রতীকী রূপকথার ভেতর দিয়ে ভালো ও মন্দের চিরন্তন দ্বন্দ্ব, ন্যায়-অন্যায়ের পরিণতি এবং শোষণ-নির্যাতনের বিরুদ্ধে মানবিক বার্তা তুলে ধরা হয়েছে।

আরও দেখুন
খেলাধুলার সরঞ্জাম
মিডিয়া সংবাদ
সংবাদ মাধ্যম
জরুরি অবস্থার সরঞ্জাম
নলছিটি থানা
শিক্ষা সংবাদ
বরিশাল ট্যুর গাইড
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
সংবাদপত্রের সাবস্ক্রিপশন
ধর্মীয় বই
নাটকের মূল বক্তব্যে দেখানো হয়েছে— ভালো কাজের ফল ভালোই হয় এবং অন্যায়ের শাসন কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। নাটক শেষে উপস্থিত দর্শকদের অনেকেই নাটকটির বিষয়বস্তু, উপস্থাপনা ও শিশু শিল্পীদের অভিনয় নিয়ে বিশ্লেষণধর্মী মন্তব্য করেন। বিশেষ করে শিশু শিল্পীদের সাবলীল অভিনয়, সংলাপ বলার দক্ষতা ও মঞ্চে আত্মবিশ্বাস দর্শকদের মুগ্ধ করে। তারা শিশুদের মনোমুগ্ধকর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহিরা বারী, ইতমিনান আহমেদ, আর্য নক্ষত্র কর্মকার, মুমতাহিনা ইয়ামিনি, রাওনাফ তাসনিম মান, অনংশা সাহা শালুক, মুরছালিন আহমেদ জিহান, আনহিতা ফাওজিয়া আরিশা, তাসনিমুল হাসান আরাজ, মেধস মুগ্ধ রায়, মো. তাহসিন ইসলাম রুহি, ওহিদুল ইসলাম ওহি ও জুনায়েদ শাহি। নাটকের আলোক নির্দেশনায় ছিলেন শহিদুল হক ও অমরেশ মন্ডল। কোরিগ্রাফিতে রাণী গোমেজ, প্রপস ও মঞ্চসজ্জায় সৈয়দ নাজমুল আহসান অভি, পোশাক পরিকল্পনা ও তৈরিতে মমতাজ বেগম দায়িত্ব পালন করেন। সুর ও সংগীত পরিচালনা করেন তাহিরা বারী এবং আবহ সংগীত ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন দীপ সাহা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী সজল ও শহীদুল ইসলাম শিশির। প্রধান তত্ত্বাবধানে ছিলেন মো. ফারুক হোসেন। উল্লেখ্য, এর আগে গত ২ জানুয়ারি বরিশাল শিশু থিয়েটারের নতুন নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চায়িত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখতে দুটি নাটকই নিয়মিত মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।