নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানির অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ভুয়া ফেসবুক আইডি খুলে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ মোঃ কামাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে শ্রমিকদের সেবায় নিয়োজিত রয়েছেন। শ্রমিক সংগঠনের দায়িত্ব পালনের সময় যে রাজনৈতিক দলই রাষ্ট্রীয় বা স্থানীয় সরকারে ক্ষমতায় থাকুক না কেন, সবার সঙ্গেই তিনি পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, দায়িত্বের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে সব রাজনৈতিক দলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, কিছু কুচক্রী মহল এআই দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে শেখ কামালের ছবি বানিয়ে অপপ্রচার চালাচ্ছে ঐ কুচক্রী মহল তাঁকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত দেখানোর অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করছে।
শেখ মোঃ কামাল হোসেন স্পষ্ট করে বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। আমার কোনো রাজনৈতিক পদ-পদবি ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি কোনো রাজনৈতিক পোস্ট দিইনি, কারও সঙ্গে আর্থিক বিরোধে জড়াইনি এবং কোনো গোষ্ঠীর বিরুদ্ধেও কাজ করিনি। সততার সঙ্গে নিজের সুনাম বজায় রেখেছি।”
তিনি আরও জানান, এই অপপ্রচার শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা নয়, বরং তাঁর পরিবার, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট সবার মাঝেও বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ ঘটনায় তিনি ইতোমধ্যে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান।
শেখ মোঃ কামাল হোসেন ভুয়া আইডি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই অপচেষ্টা কখনো সফল হবে না। আপনারা যেমন এতদিন সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন, আগামীতেও তেমনটাই থাকবেন বলে আমি বিশ্বাস করি।”